রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে,বর্ষা মৌসুমে পাহাড়ধস,বন্যা, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির’ সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম এর সভাপতিত্বে, বর্ষা মৌসুমে পাহাড়ধস, বন্যা, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায়, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির’ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্হিত ছিলেন, রিফাত আসমা, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা,রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, জেলা প্রশাসকের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শামীম হেসেন, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েশনের নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা,সভাপতি রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ভার্চুয়ালি রাঙামাটিস্থ সকল উপজেলা নির্বাহী অফিসারগণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ ৫০-৬০জন উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর বৃষ্টি বলয় আগামী ১জুলাই হতে ১০দিন পর্যন্ত বাংলাদেশের উপর দিয়ে প্রবল বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া অধিদপ্তর অগ্রীম আগাম সংকেত দিয়েছেন।
এতে করে পাহাড়ধস, বন্যা, ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পাহাড় ধস নিয়ে সর্বোচ্চ সতর্ক থাকার পাশা-পাশি ফায়ার সার্ভিস, আনসার সদস্য, রেসকিউ টিম, মেডিকেল টিমসহ সংশ্লিষ্ট সকলকে প্রস্তুুত থাকতে নির্দেশ দে দেওয়া হয়।
পাশাপাশি জেলা ও উপজেলা কন্ট্রোলরুম স্থাপন করে ঝুকিপূর্ণ স্থানে বসবাসরত ঘরবাড়ির লোকজনকে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার জন্য স্বেচ্চাসেবক টিম গঠন ও জেলা তথ্য অফিসের মাধ্যমে মাইকিং করার জন্য নির্দেশ প্রদান করা হয়। এসব বিষয়ে সবাইকে সচেতন থাকতে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ হতে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।