পবিত্র ঈদুল আজহা চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ জুলাই উদযাপিত হবে। কুরবানির ঈদ নিয়ে পশু বেচাকেনা নিয়ে ইতিমধ্যেই পাহাড়ি জনপদ রাঙামাটির নানিয়ারচরেও অনেকের মঝে উৎসাহ ও উদ্দিপনা শুরু হয়ে গেছে।
কোরবানির ঈদে অত্রাঞ্চলে দেশিয় পাহাড়ী গরুর কদর খুব বেশি। হয়ে থাকে । ফলে পশুরহাটে পাহাড়ী গরুর দামও থাকে একটু বেশি। (৬ জুলাই) বুধবার সকাল হতে উপজেলার জেলা পরিষদের রেষ্ট হাউজের পাশে বিলের মাঠে কোরবানি গরুর সাপ্তাহিক হাট বসে।
হাটে বিভিন্ন এলাকা থেকে পাহাড়ী বিভিন্ন জাতের গরু আনা হয় বিক্রির জন্য। কোরবানি হাটে আগত উপজেলার নানা এলাকা হতে ইঞ্জিন চালিত নৌকাযোগে পশু নিয়ে এসেছে এবং হাকছেন প্রচুর দামও।
গরু কিনতে আসা মোঃ-মইনুল ইসলাম জানায়,সকাল হতে গরু বাজারে ঘুরছি তুলনামূলক ভাবে গরুর দাম বেশি চাওয়া হয়েছে।
মাঝারি সাইজের গরুর দাম ৫০ হাজারের উপরে,এবং এর থেকে সামান্য বড় হলে ৮০ হাজারের উপরে এবং মোটামুটি বড় গরুর দাম ১ লাখের উপরে চাওয়া হচ্ছে।