“সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে জুরাছড়ি উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা রির্সোস সেন্টারের ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, স্বাস্থ্য বিভাগের সহকারি সার্জন ফারহানা বেগমসহ জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্য রাখেন পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা, উপজেলা নির্বাহী অফিসারে প্রশাসনিক কর্মকর্তা জগৎ জ্যোতি চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা তরুন চাকমা।