শনিবার , ৫ আগস্ট ২০২৩ | ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শেখ কামাল জন্মদিন সম্পর্কে কোন কিছুই জানে না রাঙামাটির বিএফডিসি

প্রতিবেদক
নন্দন দেবনাথ, রাঙামাটি
আগস্ট ৫, ২০২৩ ৮:৪১ অপরাহ্ণ

রাঙামাটি সরকারী প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম একটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বি এফডিসি) বা বামউক।  কিন্তু এ প্রতিষ্ঠান সরকারী অনুষ্ঠান শেখ কামালের জন্মাদিনে কোন কর্মসূচি পালন তো দূরের কথা জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানেও প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা অংশ নেয়নি।

বিএফডিসির পক্ষ থেকে শেখ জামালের প্রতিকৃতিতে ফুল দেয়া হয়নি, অফিসে টাঙ্গানো হয়নি কোন ব্যানার।

প্রতিবছর কাপ্তাই হ্রদ থেকে আহরিত মাছের  কোটি কোটি টাকা রাজস্ব আদায় করলেও জাতীয় দিবস গুলোতে কোন ধরণের অনুষ্ঠানের আয়োজন না করায়  মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে  রাঙামাটির বিভিন্ন সামাজিক সংগঠন ও  জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের মাঝে।

 

বিএফডিসির কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাকে প্রোগ্রামে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে বলেন, স্যার চট্টগ্রাম রয়েছে। রাঙামাটি বিএফডিসির পক্ষ থেকে আমাদেরকে কোন ধরনের নির্দেশনা প্রদান করা হয়নি। তাই আমরা প্রোগ্রামে উপস্থিত হতে পারিনি।

রাঙামাটি জেলা আওয়ামীলীগের সদস্য ও  জেলা মৎস্য জীবিলীগের সভাপতি উদয়ন বড়ুয়া বলেন, এটা খুবই দুঃখ জনক। জাতীয় শোক দিবসের রাঙ্গামাটির বিভিন্ন দপ্তর ব্যানার টাঙালেও বিএফডিসি কোন ব্যানার টাঙায়নি। এছাড়া আজ জাতীয় একটি প্রোগ্রাম জাতির জনকের পুত্র শেখ কামালের জন্মবার্ষিকীতে অন্যান্য বছর বিএফডিসির ব্যবস্থাপকের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হলেও এবছর করা হয়নি।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতীয় প্রোগ্রামে অংশগ্রহণ না করা মানে স্বাধীনতাকে অবমাননা করা।

চিঠি না পাওয়ার ব্যাপারে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরের বিজন কুমার জোয়ারদার বলেন, রাঙামাটির সকল প্রতিষ্ঠানকে চিঠি দেয়া হয়েছে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য। আমরা আশা করি কাউকে বাদ দেয়নি।

এ বিষয়ে রাঙামাটির বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার আশরাফুল আলম ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি চট্টগ্রামে রয়েছি। আপনার আগে আমাকে আরো কয়েকজন ফোন করেছে বিষয়টি নিয়ে। তিনি বলেন, আজকের প্রোগ্রামের কথা আমাদেরকে জানানো হয়নি। আমরা কেউ জানি না আজকের প্রোগ্রামের কথা। তার দপ্তর থেকে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন দপ্তর থেকেও তাদেরকে প্রোগ্রামের কথা জানানো হয়নি।

বিএফডিসির দায়িত্বশীল একটি সুত্র জানায়, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে যুগ্ম পরিচালক মুহাম্মদ হারুন অর রশদী স্বাক্ষরিত এক পত্রে সকল কেন্দ্রকে জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামারের ৭৪ তম জন্মদিনে উপস্থিত থাকার জন্য পত্র দেয়া হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পাহাড়ে প্রাণ প্রকৃতি ধংসে বিপাকে পড়েছে পাহাড়িরা

রুমার সোনালী ব্যাংক ডাকাতি ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছেন ডিসি এসপি

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৭১৩ পরীক্ষার্থী

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে আনসার ও হিল ভিডিপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

খাগড়াছড়ি কৃষি ব্যাংক কর্মকর্তা নিকোলাস চাকমা’র বিরুদ্ধে এক কোটি উনচল্লিশ লক্ষাধিক টাকা আত্মসাতের মামলা

পার্বত্য জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ–প্রতিষ্ঠাতা ম্রাসাথৈায়াই মারমা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মোৎসবে রাবিপ্রবি ক্যাম্পাসজুড়ে আনন্দ উচ্ছ্বাস 

স্মৃতিময় কর্মস্থল কাপ্তাইয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার: অপার সম্ভাবনাময় উপজেলা কাপ্তাই

error: Content is protected !!
%d bloggers like this: