টানা ৬ দিনের বৃষ্টিতে রাঙামাটি শহরে সবজির সংকট দেখা দিয়েছে। যে সবজি বাজারে আছে সে সবজিরও দাম বেড়ে গেছে।
রাঙামাটি শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপা বাজারে
সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সবজি বাজারে সবজির সংকট। সামান্য পরিমাণ সবজি দেখা গেছে। এর দাম চাওয়া হচ্ছে বেশি।
বিক্রেতা বলছেন বৃষ্টির কারণে চট্টগ্রাম থেকে সবজি আসতে পারছে না। অন্য দিকে বেড়েছে পিয়াজ,আলু,ডিম,টমেটোসহ সব ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম।
এতে করে ক্রয় ক্ষমতার বাহিরে নিম্ম আয়ের মানুষগুলোর। অনেকেই বাজারে গিয়ে দাম হিমশিম খাচ্ছে।
রসুন কেজি ২২০-২শ’ টাকা, টমেটো কেজি ৩২০ টাকা, কাচা মরিচ কেজি ২২০ টাকা ও আলু কেজি ৪০-৫০ টাকা। দেশী মুরগি কেজি ৫৪০ টাকা, বয়লার কেজি ২২০ টাকা থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বাজারে ক্রেতা রমজান আলী বলেন, কি যে কিনবো তা ভেবে পাচ্ছিনা। বাজারে তো সবজি নাই,যা অল্প স্বল্প আছে তাও তিনগুন দাম।
জেলা প্রশাসনের সিনিয়র বিপনন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া বলেন, টানা বৃষ্টির কারণে ব্যবসায়িরা মালামাল আনতে পারছে না। অন্যদিকে চট্টগ্রাম খাতুনগজ্ঞ পিয়াজ সংকট ও ভারত থেকে পিয়াজ আসছে না যার কারণে পিয়াজের দাম বেড়েছে। এছাড়াও অনাবৃষ্টির কারণে সবজি আসছে না তাই সবজির দামও বেড়েছে। তবে সব কিছু মিলিয়ে কাচা বাজারের অবস্থা তেমন ভাল না। তার পরও বিষয়টি সরেজমিনে গিয়ে দেখতে হবে।