ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকাল ১০ টায় এই উপলক্ষে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক এতে প্রধান অতিথির বক্তব্য দেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান এর সভাপতিত্বে কলেজ এর বাংলা বিভাগের অধ্যাপক পলাশ কুমার মুৎসুদ্দীর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য দেন কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী ও কর্ণফুলী সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন।
এইসময় ঐতিহাসিক মুজিবনগর দিবস এর উপর মূল প্রবন্ধ পাঠ করেন কলেজ এর ইতিহাস বিভাগের অধ্যাপক শিব শংকর বোস।
স্বাগত বক্তব্য দেন কাপ্তাই সহকারী তথ্য কর্মকর্তা মোঃ হারুন।
এইসময় বক্তারা বলেন, ঐতিহাসিক মুজিবনগর সরকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এক উজ্জ্বল অধ্যায়। যুদ্ধকালীন সময়ে গঠিত বাংলাদেশ সরকার অথাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত। এই সরকারের প্রধান ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে তথ্য অফিসের উদ্যোগে ” “বাংলাদেশের প্রথম রাজধানী মুজিবনগর” প্রামান্য চিত্রটি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে কর্নফুলি সরকারি কলেজ এর শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।