আজ ৩০ জুলাই ২০২৫ দুপুর ২টা ৪০ মিনিটে রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নের রইন্ন্যাছড়ি এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে উত্তোলনকৃত বালু মজুদের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
রুবাইয়া বিনতে কাশেম, সহকারী কমিশনার (ভূমি), রাঙামাটি সদর এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অবৈধ বালু উত্তোলন ও বিপণনের প্রস্তুতির সত্যতা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ফাহিম উদ্দিন (২৫) কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন তিনি।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বড়াদম মৌজার কারবারি উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে কাপ্তাই লেকে এধরণের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।