রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারা লোটাস শিশু সদনের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ টি হাতা যুক্ত চেয়ার, ১ টি কাঠের টেবিল, ১ টি পানির ফিল্টার, ১ টি দেওয়াল ও ২ টি ফুটবল উপহার দিয়েছেন অজিত কুমার তঞ্চঙ্গা ও তাঁর সহধর্মিণী উমা চাকমা।
সম্প্রতি তিনি স্কুলের প্রধান শিক্ষক অনুইচিং মারমা এবং পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ঞোহ্লাপ্রু মারমার হাতে এই সরঞ্জাম তুলে দেন ।
প্রসঙ্গত: স্বেচ্ছায় অবসারপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ওয়াগ্গা সাফছড়ি উপর পাড়ার বাসিন্দা অজিত কুমার তনচংগ্যা, বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্থা কাপ্তাই উপজেলার সভাপতি, ওয়াগ্গা সাফছড়ি বৌদ্ধ বিহারের সাধারণ সম্পাদক, সাফছড়ি ওয়াগ্গা শশ্মান কমিটির সাধারণ সম্পাদক, সাফছড়ি উপর পাড়া শশ্মান কমিটির সভাপতি, স্বেচ্ছাসেবী সংগঠন ছাবার উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ উদ্যোগ ও অর্থায়নে রাস্তাঘাট সংস্কার, মেরামত সহ নানা সামাজিক ও উন্নয়নমূলক কাজে নিজেকে জড়িয়ে রেখেছেন।