বেগম রোকেয়া দিবস-২০২৩ উপলক্ষ্যে আজ (শনিবার, ৯ নভেম্বর ২০২৩) দুপুর ১২টায় খাগড়াছড়িতে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা, জয়িতাদের সম্মাননা ও বিভিন্ন নারী স্বেচ্ছাসেবী সংগঠনকে অনুদান প্রদান করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর, খাগড়াছড়ির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুক্তা ধর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম।
মহিল বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুস্মিতা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ২০২৩ সালের জয়িতা হিসেবে নির্বাচিত জামেনা বেগম ও ইন্দিরা চাকমা। তারা তাদের জীবন সংগ্রামের চিত্র তুলে ধরেন।
২০২৩ সালে খাগড়াছড়ি জেলায় জয়িতা হিসেবে পুরস্কৃত করা হয় জামেনা বেগম, ইন্দিরা চাকমা, মিতা চাকমা ও রাঙ্গাবি চাকমা। তাদের প্রত্যেকের হাতে ক্রেস্ট, সম্মানা স্মারক তুলে দেয়া হয়। এছাড়াও স্বেচ্ছাসেবী ১২টি নারী সংগঠনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।