সোমবার , ২৫ মার্চ ২০২৪ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

৮ মে পার্বত্য তিন জেলার ১২ উপজেলায় নির্বাচন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৫, ২০২৪ ১০:২৩ অপরাহ্ণ

 

আগামী ৮ মে পার্বত্য চট্টগ্রামের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। তবে এবার উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এবার তেমন কোন আমেজ নেই বললেই চলে।

পার্বত্য তিন জেলা রাঙামাটি জেলার সদর উপজেলা, কাউখালী, জুরাছড়ি ও বরকল। খাগড়াছড়ি জেলার মনিকছড়ি, লক্ষীছড়ি, রামগড় ও মাটিরাঙ্গা। বান্দরবান জেলার সদর উপজেলা, রোয়াংছড়ি, থানছি ও আলীকদম উপজেলাসহ সারাদেশের সর্বমোট ১৫২টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয়।

গত বৃহস্পতিবার (২১ মার্চ) নির্বাচন কমিশনের স্মারক নং-১৭.০০.০০০০.০৭৯.৪০.০০৪.২৪-১২৫ মূলে জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি অনুযায়ী নির্বাচন কমিশন এতদ্বারা সংযোজিত তফসিলে বর্ণিত উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল এবং ভোটগ্রহণ হবে ৮ মে।

প্রসংগত, মে মাসে চার ধাপে দেশের ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন করবে ইসি। এরমধ্যে প্রথম ধাপের ভোটের তফসিল ঘোষণা করা হলো। ক্ষমতাসীন আওয়ামী লীগ ইতিমধ্যে জানিয়েছে, তারা এবার স্থানীয় সরকারের কোন নির্বাচনে দলীয় প্রতীক দেবে না। অন্যদিকে সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির দলীয়ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা কম। ফলে এবারের উপজেলা পরিষদ নির্বাচন হবে মূলত স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে।

সূত্রে জানা গেছে, ষষ্ঠ উপজেলা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসাররা। এ নির্বাচনে জেলা প্রশাসককে আপিল কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে যাচাই-বাছাইয়ে বাদ-পড়া প্রার্থীদের ডিসিদের কাছে আবেদন করতে হবে।

এদিকে ষষ্ঠ উপজেলা নির্বাচনে রাঙামাটি সদরসহ ৪টি উপজেলার মধ্যে নির্বাচনী আমেজ দেখা যায়নি। যদিও প্রথম ধাপে লংগদু উপজেলা নির্বাচন পড়েনি তবুও নির্বাচনী আমেজ দেখা গেছে সেখানে। তবে এই ৪ উপজেলায় নির্বাচনের আমেজ দেখা যাচ্ছে না। এবার উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা না থাকায় অনেকে ভেঙ্গে পড়েছেন। আবার অনেকে নির্বাচন করতেও তেমন আগ্রহী নহে।

রাঙামাটি সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের কার্যক্রম শুরু হয়েছে। রাঙামাটি সদর উপজেলাসহ এ জেলায় প্রথমধাপে ৪টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হলো-রাঙামাটি সদর, কাউখালী, জুরাছড়ি ও বরকল।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে নীলাচল গভীর খাদে মিললো পর্যটকের মরদেহ

জুরাছড়িতে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

কাউখালীতে ডিজিটাল মেলার উদ্ভাবনী সমাপনী পুরস্কার বিতরণ 

পিংকির চিকিৎসা সহায়তায় রাঙামাটিতে ‘লাইফ ফর কনসার্ট’

সকল ধর্মের লোক এক ছিলাম বলে মুক্তিযূদ্ধে বিজয় এনেছি- এমপি দীপংকর

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কাপ্তাই উপজেলা বিএনপির উদ্যোগে বন্যার্তদের জন্য সহায়তা তহবিল সংগ্রহ

রামগড়ে শীতার্তদের মাঝে বিজিবি’র কম্বল বিতরণ

কাপ্তাইয়ে ভোটার হালনাগাদ কার্যক্রম বিষয়ক বিশেষ কমিটির সভা অনুষ্ঠিত 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

%d bloggers like this: