খাগড়াছড়ির রামগড়ে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় উপজেলার গরীব দুঃখী পাহাড়ি-বাঙালি অসহায় শতাধিক মানুষের মাঝে রামগড় বিজিবি জোন তহবিল হতে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য ও মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) আয়োজনে ব্যাটালিয়ন বাস্কেট মাঠে এসব ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন, জোন অধিনায়ন লে: কর্ণেল সৈয়দ ইমাম হোসেন।
বিতরণের মধ্যে ছিলো, চাউল, চিনি, ডাল, চিনি, সেমাই, জুস ও ইফতার সামগ্রী।
বিতরণ অনুষ্ঠানে জোন অধিনায়ক বলেন, বিজিবি সব সময় এলাকার পিছিয়ে পড়া পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে আমরা দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করছি।