খাগড়াছড়ির রামগড়ে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করলো সুলতান’স কিচেন।
বুধবার সন্ধ্যায় রামগড় বাজারে আওয়ামীলীগ অফিসের পাশে সুলতান আহমেদ বিল্ডিংয়ের ২য় তলায় ‘সুলতান’স কিচেন”এর উদ্বোধন করেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী ও পৌর মেয়র রফিকুল আলম কামাল ।
এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক সদস্য আবু বক্কর,খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আবু তাহের মোহাম্মদ,রামগড় প্রেসক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন ,রামগড় ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাসেম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক সবুজ,রামগড় বাজার পরিচালনা কমিটির সম্পাদক দেবু শর্মা,রামগড় বিআরডিবির সভাপতি মোহাম্মদ আবু তাহের,উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল কালাম,আশিকুর রহমান সুমন,লিটন দাশ,স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মহিউদ্দীন সহ একঝাঁক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
রেষ্টুরেন্টের স্বত্বাধিকারীরা জানান, রামগড় পৌর শহরে সব ধরনের নিরাপত্তাসহ উন্নতমানের রেষ্টুরেন্টের সংখ্যা কম। নতুন প্রতিষ্ঠিত আমাদের ‘সুলতান’স কিচেন’ সব ধরনের ভোজন বিলাসীদের ক্ষুধার তৃপ্তি মেটাবে। এ রেষ্টুরেন্টের পরিবেশ মনোরম পরিপাটি। সুলভ মূল্যে বিভিন্ন অনুষ্ঠানের অর্ডার, পার্টি বুকিং, ডাইন ইন-এর মতো সব সুবিধা থাকছে।
উদ্বোধনের আগে দোয়া ও মুনাজাত করে উপস্থিত সবার কাছে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফলতায় চেয়েছেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।