খাগড়াছড়ি জেলায় মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুরের বাসিন্দা সুমন। পাঁচ মাস আগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হাত, মাথা ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী জীবন কাটাচ্ছেন। তিন সদস্যের পরিবারে উপার্জনের কেউ নেই।
মানবিক সহায়তার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি খাগড়াছড়ি জেলার পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠক অ্যাড. মনজিলা সুলতানা ঝুমা (দক্ষিণাঞ্চল সংগঠক) এবং জেলা সংগঠকবৃন্দ বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, সুবোধ চাকমা, রবিউল জিহাদ, নিরোপন চাকমা প্রমুখের উপস্থিতিতে সুমনের পরিবারের জন্য ১৫ দিনের বাজার ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এই সহায়তা সম্পূর্ণ ব্যক্তিগত ফান্ড থেকে দেওয়া হয়েছে।
মানবিক ও সদালাপী সুমন বাংলাদেশ রেড ক্রিসেন্টের সদস্য ছিলেন এবং বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। খাগড়াছড়ির সকল সহৃদয় মানুষকে তার পাশে দাঁড়ানোর জন্য আন্তরিক আহ্বান জানাই।