মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০২৪ | ১৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
ডিসেম্বর ২৪, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ওবায়দুল্লাহ(৪৫) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একই ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের বালুখালি এলাকার বাসিন্দা।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০ টার দিকে উপজেলার রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল।

নিহতের পুত্র মো: আরিফ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১ টায় মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আমার বাবা  কারিগরপাড়া বাজার থেকে নিজের দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর দাদুর পালিত পুত্র মেহেদি জড়িত। তিনি এক বছর আগে আমাকে হুমকি দিয়েছিল আমার বাবাকে দিনে না পারলে রাতে মেরে ফেলবে।

মো: আরিফ আরোও জানান, আমার বাবা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে রাতে মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহত ব্যক্তির রাজনৈতিক পরিচয় আমরা এখনো পাইনি। সোমবার রাত আনুমানিক  ১০টা থেকে ১১টার মধ্যে রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হলে  চিকিৎসক মৃত ঘোষণা করেন।  ধারণা করা হচ্ছে পথের মধ্যে তাঁর মৃত্যু হয়।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ওবায়েদ উল্লাহ রাতে কারিগর পাড়া বাজারে দোকান বন্ধ করে নিজ এলাকা বালুখালীর দিকে যাচ্ছিলেন। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত আমরা এখনো কিছু জানতে পারেনি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

পুলিশ জানান, নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত করা হচ্ছে। এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেন নাই। অভিযোগ দায়ের করলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে এবং তদন্ত করে এই ঘটনায় কেউ জড়িত থাকলে ব্যবস্থা  নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: