কাপ্তাই লেকে মৎস্য আহরণ বন্ধকালীন সময়ে কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে ৬ শত ৯৭ জন জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ।
সোমবার (৫ জুন) সকাল ১১ টায় ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চত্বরে তিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এনামুল হক হাজারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন , উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই রেঞ্জ অফিসার খন্দকার মাহমুদুল হক মুরাদ, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে কাপ্তাই লেকের উপর নির্ভরশীল ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৬ শত ৭৫ জন এবং ৩ নং চিৎমরম ইউনিয়ন এর ২২ জন সহ সর্বমোট ৬ শত ৯৭ জনকে মে ও জুন মাসের ২০ কেজি করে মোট ৪০ কেজি চাল বিতরণ করা হয়।