কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মনোমুগ্ধকর বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে।
এতে বাংলা ঢোল, বাঁশি ও করতালের অপূর্ব দ্যুতনায় বাউল শিল্পী রফিক আশেকী ও বসুদেব মল্লিক বাউল গান পরিবেশন করেন।
এছাড়া অনুষ্ঠানের শুরুতেই কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের সম্মেলক কন্ঠে পরিবেশিত হয় ” এসো হে বৈশাখ এসো এসো গানটি”।
এর আগে বাংলা নববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে এর সভাপতিত্বে উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
এসময় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক এবং সর্বস্বরের উপস্থিত ছিলেন।
এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে এদিন সকাল ৯ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এসময় বাংলা ঢোল সহ নানা শ্রেণী পেশার লোকজন এই মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন। মঙ্গল শোভাযাত্রাটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।