রাঙামাটির কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এর নার্সিং বিভাগ এবং নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে রবিবার (১২ মে) আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো ” আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবায় ভিত্তি”
দিবসটি উপলক্ষে হাসপাতালের ডা: মং স্টিফেন চৌধুরী মিলনায়তনে সন্ধ্যা ৬টায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন।
খ্রীস্টিয়ান হাসপাতালের সিনিয়র নার্সিং সুপারভাইজার মিসেস নমিতা বিশ্বাস এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, হাসপাতালের ক্লিনিক্যাল চীফ এবং সার্জারি কনসালটেন্ট ডা: বিলিয়ম এ সাংমা এবং খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ লাল রুন মই। স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের স্টাফ নার্স মিন্টু নাথ।
সবশেষে সন্ধ্যা ৭ টায় কেক কাটা এবং ছাত্র ছাত্রী ও স্টাফ নার্সদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে বিকেল ৪ টায় দিবসটি উপলক্ষে হাসপাতাল চত্বর হতে একটি বর্ণাঢ়্য র্যালি বের হয়। চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং র্যাালির উদ্বোধন করেন। এসময় তিনি নার্সদের সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।
হাসপাতালের চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগের স্টাফরা র্যালিতে অংশ নেন।
হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র্যালিটি চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকা পরিদর্শন করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।