কাউখালী প্রতিনিধি
রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া বগাপাড়া এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছে। নিহতের নাম রঞ্জিত দে (৪৫)।
গত বুধবার বিকাল ৪ টার দিকে ঘাগড়ার বগাপাড়া এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করতে খুটির উপরে উঠে রঞ্জিত। এ সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে সে উপর থেকে ছিটকে নিচে পড়ে। সেখান থেকে উদ্ধার করে রঞ্জিতকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার রঞ্জিতকে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করে। গত দুই দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যায় রঞ্জিত।
কাউখালী থানার ওসি এসএম শহীদুল ইসলাম বলেন, এ পর্যন্ত এখন পযন্ত কোন কেউ অভিযোগ করেনি।