বুধবার , ১৭ জুলাই ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কোটা সংস্কারের দাবি রাঙামাটিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের বাধা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৭, ২০২৪ ১০:৫১ পূর্বাহ্ণ

 দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ কোটা সংস্কারের দাবিতে এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নগ্ন হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাঙামাটি মেডিকেল কলেজ এবং কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষাপ্রতিষ্ঠান দুটির সাধারণ শিক্ষার্থীরা।
এদিন দুপুরে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ও কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ বাধা দিলে বিক্ষুব্দ শিক্ষার্থীদের সঙ্গে পালটাপালটি ধাওয়ায় রাঙামাটি মেডিকেল কলেজ ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়।
এতে ছাত্রলীগের হামলায় দীপ্ত দে নামে মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র আহত হন। পুলিশ ও ছাত্রলীগের বাধার মুখে রাজপথে মিছিল নিয়ে যেতে না পারায় ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ প্রদশন করেন এ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের বর্বর ও ন্যাক্কারজনক হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে রাঙামাটির কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী জানিয়েছেন, মেডিকেলে একটু উত্তেজনা তৈরি হয়েছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন আর আপাতত তেমন কোনো ঝামেলা নেই।
অন্যদিকে এদিন সকাল ১০টার দিকে রাঙামাটির কাপ্তাইয়ের বিএসপিআই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটির বৈদ্যুতিক বিভাগের ষষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মো. মুজাহিদ ও মেকানিকেল বিভাগের ষষ্ট সেমিষ্টারের শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম তামিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অধ্যায়নরত দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় ছাত্রলীগের ধাওয়ায় বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের ৪ জন আহত হন বলে জানা গেছে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর রহমত উল্ল্যাহ জানান, বর্তমানে শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরের অবস্থান করছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি।

এ সময় ঘটনাস্থল পরিদর্শনে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দীন। তিনি জানান, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন নিয়ে ক্যাম্পাসের বাইরে গেলে বহিরাগতদের সঙ্গে কিছুটা উত্তেজনা তৈরি হয়। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের ভেতরে বর্তমানে অবস্থান করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ৭ই মার্চ পালিত

খাগড়াছড়িতে সোলার সিস্টেম বিতরণ / শেখ হাসিনার আন্তরিকতায় পাহাড়ের মানুষ শান্তিচুক্তির সুফল পাচ্ছে- বীর বাহাদুর

সাজেকে দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

রাইখালীতে ১৭ অবসরপ্রাপ্ত চাকুরিজীবীকে সংবর্ধনা

ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে বাঘাইছড়িতে মানবন্ধন

চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের স্বাস্থ্যবিধি অবহিত করণ সভা

বাঘাইছড়িতে গণতান্ত্রিক ইউপিডিএফ কর্মীকে অপহরণ

খাগড়াছড়িকে শিক্ষা আর অর্থনৈতিক দিক থেকে সেরা জেলা বানাতে চান কুজেন্দ্র লাল ত্রিপুরা

লংগদুতে দীপংকর তালুকদার এমপি / পার্বত্যাঞ্চলে অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার হার বাড়াতে হবে

বাল্য বিবাহ ও মাদক নির্মূলে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সভা

%d bloggers like this: