বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ধীরে ধীরে কমতে শুরু করেছে কাপ্তাই লেকের পানি

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
সেপ্টেম্বর ৪, ২০২৪ ৮:৫৫ অপরাহ্ণ

ধীরে ধীরে কমতে শুরু করেছে কাপ্তাই লেকের পানির লেভেল। এছাড়া কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের  ১৬ টি জলকপাট দিয়েও ধাপে ধাপে পানির ছাড়ার পরিমান কমা হচ্ছে।

সবশেষ বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে কাপ্তাই কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি জলকপাট দিয়ে ৩০ ইঞ্চি পরিমাণ করে পানি ছাড়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি লেকের পার্শ্ববর্তী কর্ণফুলী নদীতে গিয়ে আছড়ে পড়ছে।
এসময় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৮.৩৩ ফুট মীন সি লেভেল বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।

এর আগে একই দিন বিকেল ৪ টায় কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি গেইট ৪২ ইঞ্চি পরিমাণ খুলে পানি নিষ্কাশন করা হয়েছিল। এতে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি আছড়ে পড়ছিল। সেইসময় কাপ্তাই লেকের পানির উচ্চতা ছিল  ১০৮.৩৪ ফুট মীন সি লেভেল।

এদিকে, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বুধবার( ৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টায়  কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি গেইট ৪২ ইঞ্চি পরিমাণ খুলে দিয়ে পানি কর্ণফুলীতে নিমজ্জিত করা হয়েছিল । তখন পানির উচ্চতা ছিল  ১০৮.৩৬ ফুট মীন সি লেভেল। এছাড়া একইদিন দুপুর ১২ টায় কাপ্তাই  কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীলওয়ে এর ১৬টি গেইট দিয়ে ৪৮ ইঞ্চি পরিমাণ নিষ্কাশন হয়েছিল। তখন কাপ্তাই লেকের পানির উচ্চতা  ছিল ১০৮.৩৮ ফুট মীন সি লেভেল।

পিডিবির সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, প্রতি ঘন্টায় ঘন্টায় আমরা লেকের পানির লেভেল পরিমাপ করে দেখলাম যে, লেকে ধীরে ধীরে পানি কমা শুরু হয়েছে। ফলে আমাদের স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়ার পরিমানও ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি।

প্রসঙ্গত: গত ২৪ আগষ্ট কর্ণফুলী পানি  বিদ্যুৎ কেন্দ্র একটি জরুরী নোটিশের মাধ্যমে ২৫ আগষ্ট সকাল ৮টা হতে স্পীল ওয়ে দিয়ে পানি ছাড়ার অনুমতি দেয়। এজন্য ভাটি অঞ্চলকে আগে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছিলো।

অপরদিকে, হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় জেলার লংগদু, রাঙামাটি সদর এবং নানিয়ারচর, বাঘাইছড়ি উপজেলার নিম্ন এলাকার প্রায় ১৮ হাজার  হাজার মানুষ পানিবন্দি হয়েছে। তবে গত ২ দিনে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।

লংগদু উপজেলার স্থানীয় সাংবাদিক গোলামুর রহমান জানিয়েছেন, লংগদু উপজেলার  বিভিন্ন ইউনিয়নে আজকে প্রায় ২ ফুট পানি কমে আসছে।

বাঘাইছড়ির মারিশ্যার মো: ইসকান্দর  জানিয়েছেন,  বাঘাইছড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

এদিকে, রাঙামাটি সদরের বিভিন্ন এলাকায় কাপ্তাই লেকের  পানি লেভেল প্রায় এক থেকে ২ ফুট কমে  আসছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বুধবার যষ্ঠী: কাপ্তাই উপজেলায় এই বছর ৮টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে

 চিংম্রং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটি পিসিসিপি

মানিকছড়িতে কাল শুরু হচ্ছে বুদ্ধ মেলা

বাঘাইছড়ি পৌর নির্বাচনে ৩ মেয়রসহ ৩৪ জনের মনোনয়ন পত্র জমা

রাঙামাটি জেলা পরিষদ ও ডিএসএ সংবর্ধনা / সংবর্ধিত হচ্ছেন সাফ জয়ী পাহাড়ি কন্যারা; সম্মাননা পাচ্ছেন বীরসেন ও শান্তিমনি

রাজস্থলীতে যুবলীগ ও সাংবাদিক পরিচয়ে জমি দখলের অভিযোগ

রাঙামাটিতে এবার ঘর পাচ্ছেন ২১৩ গৃহহীন পরিবার

রাঙামাটি পর্যটন কেন্দগুলোতে সুনশান নিরবতা: ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ

%d bloggers like this: