খাগড়াছড়ি জেলা প্রশাসন থেকে জিআর হিসেবে প্রাপ্ত অর্থের বরাদ্ধে মানবিক সহায়তা হিসেবে রামগড়ে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৫৫টি পরিবারের মাঝে বিনামূল্যে শিশু ও গবাদিপশুর খাদ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ সামগ্রি বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।
বিতরণকালে ইউএনও জানান, সম্প্রতি রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য জেলা প্রশাসন থেকে প্রাপ্ত আর্থিক বরাদ্ধে ১০ কেজি করে ৩৭৫টি পরিবারকে রেডিমেড গো খাদ্য এবং ১৮০টি পরিবারকে ছয় ধরনের উন্নতমানের শিশু খাদ্য প্রদান করা হয়। উপজেলা প্রশাসন, ছাত্র ও যুবরেড ক্রিসেন্ট সদস্যদ সহায়তায় সরেজমিনে বাছাই করে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয় বলে তিনি জানান।
এসময় উপজেলা শিক্ষা অফিসার মো: ইলিয়াছ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন, ছাত্র সমন্বয়, যুব রেড ক্রিসেন্ট দলের সদস্য সহ সুবিধাভোগিরা উপস্থিত ছিলেন।