পার্বত্য চট্রগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যানের সাথে বৈঠক ও আঞ্চলিক পরিষদ পরিদর্শন করেন উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা। বুধবার বেলা ১২টায় পার্বত্য উপদেষ্টা আঞ্চলিক পরিষদ পরিদর্শন শেষ করে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের সাথে বৈঠক করেন।
উপদেষ্টার আঞ্চলিক পরিষদের ক্ষতিগ্রস্ত ভবন সমূহ পরিদর্শ শেষে সন্তু লারমার সাথে বৈঠক করেন। বৈঠকে রাঙামাটির চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। ঘটে যাওয়া পাহাড়ি বাঙালি সংঘাত নিরসনে ও পরিস্থিতির উন্নতি করতে সবার সহযোগিতা কামনা করেন। ক্ষয়-ক্ষতির তালিকা করে আবেদন জমা দিতে পরামর্শ দেন উপদেষ্টা। সন্তু লারমার সাথে বৈঠক শেষ করে বনরুপা ক্ষতিগ্রস্ত এলাকা ও মৈত্রী বিহার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- লেঃ কর্নেল মোহাম্মদ আল মামুন সুমন,পদাতিক শাখা অধিনায়ক এ এস ইউ রাঙামাটি, যুগ্মসচিব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টার পিএস কংকন চাকমা, জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং মারমা, আঞ্চলিক পরিষদের নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রিফাতসহ আরো অনেকে।