রাঙামাটি জেলা বিএনপির সাধারন সম্পাদক ও চেম্বার অব কমার্সের নবনির্বাচিত সভাপতি মোঃ মামুনুর রশিদ মামুন বলেছেন- পার্বত্য এলাকায় অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসায়ীদের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ দীঘমেয়াদী পরিকল্পনা গ্রহন করতে হবে। এজন্য দরকার নির্বাচিত সরকার।
তিনি আগামী নির্বাচনে জননেতা তারেক রহমানের নের্তৃত্বে বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীসহ পার্বত্য এলাকার উন্নয়নের জন্য সকল পদক্ষেপ গ্রহন করা হবে বলে উল্লেখ করেন।
তিনি আরো বলেছেন, ব্যবসায়ীদের আগামী দিনে স্বল্প সুদে ঋন সবিধা এবং নিরাপত্তা বিধানে রাঙামাটি চেম্বার অব কমার্সের পক্ষ থেকে সর্বাত্নক সহযোগীতা করা হবে এছাড়াও পার্বত্য এলাকার টুরিজম ব্যবসার প্রসারে বেসরকারী উদ্যোক্তাদের সার্বিক সহযোগীতা বিধানে চেম্বার অব কমার্স সবসময় পাশে থাকবে।
রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি নির্বাচিত হওয়ায় কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। শনিবার দুপুরে রাঙ্গামাটি চেম্বার মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্টিত হয়।
কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্টিত এ সংবর্ধনা সভায় অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আলী বাবর, পরিচালক আব্দুল কুদ্দুছ, আব্দুল মান্নান ও মোঃ জসিম উদ্দিন।
এতে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজাই মং মারমা, অর্জুন মনি চাকমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর তারা মিয়া, কাউখালী উপজেলা যুবদলের সভাপতি মোমিনূল করিম, কাউখালী উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ শওকত হোসাইন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তানজিদ হোসেন, বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ইসমাইল হোসেন।
এ সংবর্ধনা সভায় কাউখালী উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্নস্তরের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।