রাঙামাটি ২৯৯ নং আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য এমপি প্রার্থী বিজ্ঞ আইনজীবী মোখতার আহমেদের সমর্থনে লংগদু উপজেলার বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) মাইনীমুখ ইসলামীয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে বিকাল ৩ ঘটিকায় মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক মোঃ আবদুল আলিম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মোখতার আহম্মদ। সভায় বক্তব্য রাখেন মাওলানা এ এল এম সিরাজুল ইসলাম, খোন্দকার মতিউর রহমান, অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, জেলা শিবির সভাপতি মোঃশহীদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী মানসুরুল হক, লংগদু প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও উপদেষ্টা এখলাস মিঞা খান।
সভায় বক্তারা পার্বত্যচট্টগ্রামের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সকল জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এডভোকেট মোকতার আহাম্মেদকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করতে আহ্বান জানান। প্রধান বক্তা এডভোকেট মোক্তার আহমেদ তার বক্তব্যে বলেন, একটি বৈষম্য মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে দেশের মানুষ যে ভাবে আকাঙ্ক্ষিত হয়ে আছে, আমি যদি রাংগামাটি আসনের সম্মানিত ভোটারদের ভোটে নির্বাচিত হওয়ার যোগ্য হই, তাহলে ভোটারদের কাংখিত স্বপ্ন পূরণে আমি নিজেকে সচেষ্ট রাখব ইনশাআল্লাহ। সমাজের সকল স্তরে দুর্নীতিকে কঠোরভাবে নিয়ন্ত্রণে চেষ্টা করব। সর্বোপরি সম্মানিত ভোটারদের সম্মান রক্ষা করার চেষ্টা করবো। পার্বত্য চট্রগ্রামের মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্যে শিকার তা নিরসনে আমি ভুমিকা রাখবো ইনশাআল্লাহ।
সভায় লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেনী পেশার বিপুলসংখ্যক নেতাকর্মী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।