প্রতি বছরের ন্যায় কাউখালীর ৭ মাদরাসায় ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আবাম ফাউন্ডেশন বাংলাদেশ।
শনিবার সকাল ১০ টায় উপজেলার কাশখালী রশিদিয়া তা’লিমুল কোরআন মাদরাসা মাঠে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ আতিকুর রহমান।
মাদরাসা গুলো হচ্ছে ছিদ্দিক-ই আকবর রাঃ দাখিল মাদরাসা, পাইন বাগান মাদরাসা, মদিনাতুল উলুম আল ইসলামীয়া মাদরাসা, রাঙ্গীপাড়া মহিউস্ সুন্নাহ মাদরাসা, কাশখালী রশিদিয়া তা’লিমুল কোরআন মাদরাসা ও পোয়াপাড়া ফারুকে আজম রাঃ মাদরাসা।
বিতরণ করা ইফতারের মধ্যে রয়েছে, ছোলা ১২ কেজি, মুড়ি ১০ কেজি, খেজুর ৫ কেজি, সয়াবিন তেল ৫ লিটার, আলু ১০ কেজি, পেয়াজ ৫ কেজি, চিনি ৪ কেজি, ট্যাং ১ কেজি, আদা ১ কেজি ও খেসারি ৫ কেজি।
১০ রমজানের পর উল্লেখিত মাদরাসার বাছাইকৃত এতিম শিশুদের মাঝে ঈদের পোষাক তুলে দেয়া হবে বলে জানিয়েছেন আবাম ফাউন্ডেশনের রাঙ্গামাটি প্রতিনিধি আহসান হাবিব।
দীর্ঘদিন যাবৎ কাউখালীর এসব মাদরাসা সমূহে পর্যায়ক্রমে এক বেলা উন্নত মানের খাবার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।