চট্টগ্রামের সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে অবৈধ পথে আনা ১২ কেজি ভারতীয় গাঁজা ও ৪৪৫ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবির রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে পৃথক অভিযানে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত কয়লারমুখ চেকপোষ্টের সামনে থেকে সিগারেট ও ভূজপুর থানার অন্তর্গত মাষ্টারপাড়া নামক এলাকা হতে এসব গাঁজা মাদক জব্দ করা হয়।
সূত্র জানায়, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ কয়লারমুখ চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে টহল দল মালিকবিহীন ৪৪৫ কার্টুন ভারতীয় সিগারেট ও নলুয়াটিলা বিওপিতে কর্মরত নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে টহল দল মালিকবিহীন ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেন। এসময় চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টেরপেয়ে পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, জব্দকৃত এসব গাঁজা পরবর্তীতে ধ্বংস করার লক্ষ্যে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন, অধিনস্ত এলাকায় যেকোন চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।