সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলায় শুরু হয়েছে খোলা বাজারে চাল বিক্রি শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে ওয়াগ্গা ইউনিয়নে এর উদ্বোধন করেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার।
এ সময় রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, খাদ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মোঃ হাবিবুর রহমান হোসাইনি, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী ও দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন, রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা কানিজ জাহান বিন্দু, কাপ্তাই উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তরুণ প্রকাশ চাকমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা সহ ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতি কেজি চাল ৩০ টাকা দরে প্রতিজন মাথাপিছু ৫ কেজি করে চাল কিনতে পারছেন বলে জানান কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ। তিনি জানান,
সপ্তাহের শুক্র ও শনি ছাড়া বাকি ৫ দিন অর্থাৎ মাসে ২২ দিন এই চাল বিক্রি করা হবে।
প্রতিটি ইউনিয়নে সরকার কর্তৃক নির্ধারিত ডিলার এর মাধ্যমে ওএমএস -র চাল বিক্রি হবে। টিসিবি কার্ডধারীগণ কার্ড প্রদর্শন করে অগ্রাধিকার ভিত্তিতে এ চাল কিনতে পারবেন।
তিনি আরোও জানান, বৃহস্পতিবার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন ও রাইখালী ইউনিয়নে বৃহস্পতিবার সর্বমোট ৮ শত জন উপকারভোগী এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে সব ইউনিয়নে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।