সুমন্ত চাকমা, জুরাছড়ি।
জুরাছড়ি উপজেলায় প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে “আধুনিক প্রযুক্তিতে গরু, হষ্ট পুষ্টকরণ প্রকল্পের আওতায় খামারীদের তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা।
প্রশিক্ষণে প্রশিক্ষক উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বরুন কুমার দত্ত। প্রশিক্ষণে ২৫ জনে খামারী অংশ নিচ্ছে।