বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বিলাইছড়ি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপর ১২:০০ টায় বিলাইছড়ি কলেজের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম বারের মত নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নাসরীন সুলতানা (শিক্ষা ও আইসিটি) ও মো: সাইফুল ইসলাম (রাজস্ব), বিলাইছড়ি জোনের (৩২ বীর) জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রিফায়েত করীম চৌধুরী, পিএসসি ও জোন উপাধিনায়ক মোঃ মাজেদুর রহমান পিএসসি, বিলাইছড়ি থানার তদন্ত ওসি নুরে আলম। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা। রুবেল বড়ুয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা মনি। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বুদ্ধ জ্যোতি চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রভাষক ইমরান হোসেন , অমৃত কুমার চাকমা (প্রভাষক), নিশিতা আজিম (প্রভাষক), ক্লিয়ানা চাকমা (প্রভাষক) প্রমেশ তঞ্চঙ্গ্যা (প্রভাষক), শিশির বড়ুয়া এবং অনিক চাকমা প্রমূখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দরা শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও ১ম বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল অনুযায়ী ২য় বর্ষে উত্তীর্ণ মেধাক্রম অনুযায়ী ৩ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন। পরে কেক কেটে নবীন বরণ উদযাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
এর আগে সকালে ডিসি টুরিস্ট বোট সার্ভিস ও বিলাইছড়ি কলেজের অস্থায়ী ক্যাম্পাস শুভ উদ্বাধন করেন। পরে ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখেন।