বুধবার, মার্চ ২২News That Matters

কাপ্তাইয়ে হস্তশিল্প তৈরির কর্মশালা শুরু

শেয়ার করুন:

ঝুলন দত্ত, কাপ্তাই।

কাপ্তাইয়ে নারীর ক্ষমতায়নে দরিদ্র সমবায়ীদের হস্তশিল্প তৈরী ও বাজারজাতকরণ বিষয়ক সপ্তাহব্যাপী প্রশিক্ষণ  শুরু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পল্লী ভবন হল রুমে এ প্রশিক্ষণ শুরু হয়।

কাপ্তাই উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো- অপারেশন এজেন্সী( জাইকা) এর সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধক  হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে উপজেলা বিআরডিবি কর্মকর্তা আবদুল্লা আল বাকের এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটর ঝিমি চাকমা, কাপ্তাই প্রেস সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

সপ্তাহব্যাপী প্রশিক্ষণে ২৫ জন মহিলা সমবায়ী অংশ নিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *