অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে বরকল থানা পুলিশ বরকল উপজেলার ৩নং আইমাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের, কলাবুনিয়ার গ্রামের ২ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- দীপংকর ধর অভি (২২),পিতা-বাদল চন্দ্র ধর ও সজীব চন্দ্র ধর (২৭), পিতা- বাদল চন্দ্র ধর, সাং- কলাবুনিয়া, ৩নং আইমাছড়া ইউপি, ২নং ওয়ার্ড, থানাঃ- বরকল,জেলা- রাঙ্গামাটি।
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, গতকাল শনিবার যৌথবাহিনীর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আইনগত পদক্ষেপ শেষে রাঙামাটি কোর্টের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে।