বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ও বাঘাইহাট এলাকার ৫ শতাধিক দুঃস্থ ,অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তাসহ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছেন, ৬ ইষ্ট বেঙ্গল বাঘাইহাট জোন।
৩ ও ৪ জুলাই বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল খাইরুল আমিন পিএসসি’র নির্দেশনায় জোনের মেডিকেল ক্যাম্পেইন টিম কতৃক এই সেবা প্রদান করা হয়। দিনব্যাপী এসব কার্যক্রমে নেতৃত্ব দেন বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ ফয়সাল আমির তারেক (পিএসসি)। এবং উপস্থিত রোগীদের চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন করেন জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ (এএমসি)। চলমান এই কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা করেন জোনের বিভিন্ন স্তরের সেনা সদস্যগণ।
খাদ্য সহায়তাসহ চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণকালে বাঘাইহাট জোন কমান্ডার বলেন, অত্র বাঘাইহাট জোনের পক্ষ হতে নিরাপত্তার পাশাপাশি জনস্বার্থে অসহায় মানুষদের সহায়তাদান সহ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরনের এই ধারা অব্যাহত রাখা হবে।
এসময় সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, বাঘাইহাট বাজার সভাপতি নাজিম উদ্দিন ও বাঘাইহাট কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন পিচ্চি সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।