রাঙামাটির কাপ্তাই শিলছড়ি দূর্গা মন্দির এবং লোকনাথ মন্দিরের ২৩ সদস্য বিশিষ্ট ত্রি- বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সুনীল দাশ এবং সাধারণ সম্পাদক পদে লিটন কান্তি দাশ নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির সাংগঠনিক সম্পাদক পদে পংকজ দাশ, অর্থ সম্পাদক পদে সুভাষ দাশ নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১২ টায় মন্দির প্রাঙ্গনে এক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিগত কমিটির সভাপতি সুনীল দাশ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।