কক্সবাজারের ঈদগাহ ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬ জুলাই দিনব্যাপী এ সভার আয়োজন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানটির ইসলামাবাদ ইউনিয়নের খোদাই বাড়ির নিজস্ব অফিসে। এতে সভাপতিত্ব করেন জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার আমান উল্লাহ ফরাজী। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির এডহক কার্যকরী কমিটির আহবায়ক রুহুল আমিন। জেনারেল সেক্রেটারির প্রতিবেদন পাঠ করেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি ও খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা রেজাউল করিম আরমান।
ফিন্যান্স সচিবের প্রতিবেদন উপস্থাপন করেন ভারপ্রাপ্ত ফিন্যান্স সচিব ও গোমাতলী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলম। আলোচনায় অংশ নেন অবসরপ্রাপ্ত পিটিআই সুপার শামসুল আহসান, অধ্যাপক জসীম উদ্দীন ফরাজী, শিক্ষানুরাগী মোঃ বখতিয়ার কামাল চৌধুরী, সাবেক জি,এস সাংবাদিক মোঃ রেজাউল করিম, হাফেজ আবছার কামাল, নুরুল আজিম, ব্যাংকার ফরিদুল আলম, ভারপ্রাপ্ত সুপার এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন, মনছুর আলম, ব্যাংকার ছৈয়দুল হক, এডভোকেট আমিনুল হক, মুজিবুর রহমান, মাস্টার নুর আহমদ, আবু তাহের, জাহাঙ্গীর মোহাম্মদ, নূর মোহাম্মদ, নাছির উদ্দিনসহ অনেকে।
এতে এক্সিকিউটিভ কমিটি পুনর্গঠন, প্রাতিষ্ঠানিক ট্রাস্ট গঠন, বাজেট প্রণয়ন, পরিচালকদের শেয়ার সার্টিফিকেট হস্তান্তর, আগামী বছরের জন্য ভর্তি পরিকল্পনা গ্রহণ সহ প্রতিষ্ঠানের নানা অবকাঠামোর উন্নয়ন ও চলমান শিক্ষা কার্যক্রমের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধির বিষয়ে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিকেলে সমাপনী বক্তব্য দেন মাস্টার আমান উল্লাহ ফরাজী। মোনাজাত পরিচালনা করেন মাস্টার মনছুর আলম।