“অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মহালছড়ি উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মহালছড়ি বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ পাশ্ববর্তী পুকুরে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীর চন্দ্র চাকমার সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রায়হান।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশে মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের পুষ্টি চাহিদা পূরণসহ অর্থনৈতিক উন্নয়নে মাছ চাষ ও উৎপাদন বড় অবদান রাখছে।