বাংলাদেশ জাতীয়তাবাদী তাতী দল লংগদু উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন তাতী দল কেন্দ্রীয় কমিটি। আগামী ১ বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত ১৩ আগষ্ট ২০২৫ রোজ বুধবার জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হাজী মজিবুর রহমান ও আহ্বায়ক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তাতী দল লংগদু উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন তাতী দল কেন্দ্রীয় কমিটি।
এই পূর্ণাঙ্গ কমিটিতে রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা শাখা তাতী দলের সভাপতি মোঃ ইয়াছিন মিয়া। সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসাইন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসাইন।
নবনির্বাচিত লংগদু উপজেলা শাখার তাতী দলের নেতৃবৃন্দ বলেন, তাতী দল লংগদু উপজেলায় শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও দেশ নায়ক তারেক জিয়ার ৩১ দফা মুল মন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবো। লংগদু উপজেলাবাসীর জন্য নিবেদিত প্রাণ হিসেবে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াবে। বিএনপি জনগণের দল। তাতী দল সব সময় ফ্যাসিবাদ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার থাকবে। এদেশে ফ্যাসিবাদের ঠাই নাই।