ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরাম গঠিত হয়েছে। এতে ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দিলদার হোসেনকে।
এছাড়া সভাপতি পদে মোঃ একরাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম এবং প্রচার সম্পাদ হিসেবে মো: জয়নাল আবেদীনকে নির্বাচিত করা হয়।
এর আগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি একটি রেস্টুরেন্টে সকল ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরামের সাবেক সভাপতি জনাব মোঃ দিলদার হোসেন। সভায় উপস্থিত সকল ব্যবসাযীদের মতামতের ভিত্তিতে ব্যবসায়ীদের স্বার্থ সুরক্ষার নিমিত্তে বড়ইছড়ি ব্যবসায়ী কল্যাণ ফোরাম নামে নতুন একটি ব্যবসায়ী ফোরাম গঠনে সকলে ঐকমত্য পৌঁছায়।