পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহালছড়িতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মহালছড়ি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় আলেম-ওলামা ও সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা হাতে সবুজ পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাস্তা জুড়ে “নারায়ে তাকবীর, আল্লাহু আকবর” ধ্বনি উচ্চারণ করেন। শিশু-কিশোর থেকে প্রবীণ সবার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রার ফলে গোটা মহালছড়ি জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আলোচনা সভায় কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকি বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তির দিশারী। তাঁর জীবনাদর্শই পৃথিবীতে শান্তি, ন্যায় ও সাম্যের ভিত্তি স্থাপন করেছে। বক্তারা আরো বলেন, একজন প্রকৃত মুসলমানের জন্য রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা ও আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করা আবশ্যক। তাই তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণ করে তা পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করার আহ্বান জানান তারা।
আয়োজক কমিটির আব্দুল ছাত্তার জানান, কেবল শোভাযাত্রা বা আনুষ্ঠানিকতা নয়, বরং নবী করীম (সা.)-এর আদর্শকে বাস্তব জীবনে ধারণ করতে হবে। আগামীতেও ইসলামের দাওয়াত, শিক্ষা এবং মানবকল্যাণে নানা কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও তারা ঘোষণা দেন।
উল্লেখ্য, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করে গাউছিয়া কমিটি বাংলাদেশ ও আহলে সুন্নাত ওয়াল জামাত যুব কমিটি, মহালছড়ি উপজেলা শাখা। দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি।