ভোট অবাধ ও সুষ্ঠু না হওয়ার অভিযোগে এবং ফলাফল স্থগিত ও পুন:নির্বাচনের দাবিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন রাঙামাটির বরকল উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সন্তোষ কুমার চাকমা। নির্বাচনের দিন বুধবার বিকালে রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি। এ সময় তিনি অপর প্রতিদ্বন্ধী বিধান চাকমার বিরুদ্ধে সকাল থেকে অস্ত্রের মুখে তার (সন্তোষ) সমর্থক ও লোকজনকে কেন্দ্রে যাওয়ার বাধা দিয়ে জিম্মি করে রাখার অভিযোগ করেন। এ বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেন বলে জানান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সন্তোষ কুমার। তিনি আরও বলেন, তার সমর্থক লোকজনকে কেন্দ্রে যেতে না দেওয়ায় বরকলে প্রায় কেন্দ্রে ভোট পড়ার হার ২০২৫ থেকে বেশি হবে না। কয়েকজন ভোটারের উপস্থিতি নিয়ে সুষ্ঠু ভোট বলা যায় না। তাই বরকলে ভোটের ফলাফল স্থগিত করে পুন:নির্বাচন দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য সুবির কুমার চাকমা, প্রধান নির্বাচনী এজেন্ট আবুল কালাম, বরকল উপজেলা ছাত্রলীগ সভাপতি বেলাল হোসেন।