রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, কাউখালী থানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর দিকনির্দেশনায় মাদকবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে কাউখালী থানার পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার ভোরে জেলার কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানাধীন রাবারবাগান ফরেনার্স পুলিশ চেকপোস্টের সামনে পাকা রাস্তার উপর একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে উক্ত পিকআপ গাড়ি হতে ২৬টি সাদা প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত প্রতি বস্তায় ২৫টি করে স্যালাইনের প্যাকেটের ভিতরে থাকা প্রতি প্যাকেটে ১লিটার করে মোট-৬৫০ (ছয়শত পঞ্চাশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রতি লিটার ৫০০/- টাকা হিসেবে মোট ৩,২৫,০০০/- (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা।
এ সময় একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়। অভিযানকালে ঘটনাস্থল হতে পিকআপ গাড়ির চালক অনুপ দত্ত (৩১), পিতা- গকুল দত্ত, মাতা- বিষ্ণা দত্ত, সাং- দুলাল মাস্টারের বাড়ি, কেয়াগড়, ৩নং ওয়ার্ড, ৮নং চাতরী ইউনিয়ন পরিষদ, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। এ সময় আরও ২ জন অজ্ঞাতনামা আসামি পালিয়ে যায়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাতনামা ২ জনের বিরুদ্ধে কাউখালী থানায় মামলা নং-১০, তারিখ ৩০/১২/২০২৫ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এনামুল হক জানান, এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) ধারার সারণির ২৪(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।


















