বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানে বন সংরক্ষণের অঙ্গীকার, টেকসই উৎপাদন ও ব্যবহার এই প্রতিপাদ্যেকে সামনে রেখে আর্ন্তজাতিক বন দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকালে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় জেলা প্রশাসক বলেন, বান্দরবানের পাহাড়ে প্রচুর বন রয়েছে। আর এসব বন রক্ষায় বন কর্তারা সবসময় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি সকলকে নিজেদের বন রক্ষায় একসাথে কাজ করে যাওয়ার আহবান জানিয়ে বলেন, বন শুধু সুন্দরই নয়, মানুষের জীবন ধারণের জন্যও বনের ভূমিকা অপরিসীম।
প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় বন কর্মকর্তা উপ বনসংরক্ষক হক মাহাবুব মোর্শেদ। এছাড়া পানি উন্নয়ণ বোর্ডের নির্বাহী প্রকৌশলী অরুপ চক্রবর্তী, এনএসআই এর যুগ্ন পরিচালক মো: মিজানুর রহমান, বন বিভাগের এসিএফ হাফেজ আহাম্মদসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।