কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার রশিদ আহমদ কলেজ সড়ক সংলগ্ন এলাকা থেকে এ জমি দখল উচ্ছেদ করা হয়।
ঈদগাঁও উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি)-এর নির্দেশনায় ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদারের নেতৃত্বে সরকারি খাস জমিটি উদ্ধার করা হয়েছে। এসময় উদ্ধারকৃত জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড স্থাপন করে সরকারি মালিকানা চিহ্নিত করা হয়।
জানা যায়, ঈদগাঁও মৌজার মেহেরঘোনা কলেজ রোডের উত্তর পাশে সরকারি খাস জমি—আরএস ১৭৮৭৬-এর তুলনামূলক বিএস ১৫৫৫৮ দাগভুক্ত মোট ৪৬ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা হয়। একটি চক্র মোটা অঙ্কের টাকার বিনিময়ে এ সরকারি জমি বিক্রি করে দেয়। এরই মধ্যে জমির একাংশে পাকা বাউন্ডারি নির্মাণ এবং অন্য অংশে বহুতল ভবনের কাজ চলছিল।
ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার আবদুল জব্বার জানান, অভিযান পরিচালনা করে সরকারি খাস জমি উদ্ধার করেছি এবং সেখানে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙানো হয়েছে।


















