বুধবার, মার্চ ২২News That Matters

লংগদুতে বিজিবি’র অভিযানে সেগুন কাঠ জব্দ

শেয়ার করুন:

রাঙামাটির লংগদু উপজেলায় ৩৭ বিজিবি রাজনগর জোনের সদস্যদের অভিযানে ১৮৫ সিএফটি গামারী ও সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
রাজনগর বিজিবি জোন সূত্র জানায়, শনিবার রাতের বেলায় গোপন সংবাদের ভিত্তিতে জোন অধিনায়ক লে.কর্নেল শাহ মোহাম্মদ শাকিল এর দিক নির্দেশনায়, জোনের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল টিম উপজেলার বগাচতর ইউনিয়নের মারিশ্যাচর মুসলিম বল্ক এলাকাতে অভিযান পরিচালনা করে, সেখানে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ১৮৫ ফুট গামারি ও সেগুন কাঠ জব্দ করে।
জব্দকৃত কাঠের বর্তমান বাজার মূল্য ২লক্ষ ৯৫ হাজার টাকা। পরে জব্দকৃত কাঠ বনবিভাগের রাঙ্গীপাড়া বিট অফিসে হস্থান্তর করা হয়।
জোন অধিনায়ক লে.কর্নেল শাহ মোহাম্মদ শাকিল বলেন, বন রক্ষা করা সকল নাগরিকের দায়িত্ব ও কর্তব্য, এভাবে অবৈধ ভাবে গাছ কেটে বন উজাড় করা যাবেনা। বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এসব বিষয়ে তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *