রাঙামাটির লংগদু উজেলার ৭নং লংগদু ইউনিয়নের ভাইবোন ছড়ায় সেটলার বাঙালি কর্তৃক বিবেক সাধনা বনবিহার এলাকায় ভূমি বেদখলের প্রতিবাদে লংগদু ভূমি রক্ষা কমিটি’র ডাকে আজ শনিবার (১৪ অক্টোবর ২০২৩) দিনব্যাপী লংগদু উপজেলায় নৌপথ অবরোধ কর্মসূচি সফলভাবে পালিত হয়েছে।
আজ সকাল ৬টা থেকে বিকেল পর্যন্ত এলাকাবাসী উপজেলার ধনপুদি বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় পিকেটিং করে। অবরোধের কারণে উপজেলার নৌপথগুলোতে নৌযান চলাচল করেনি।
লংগদু ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব বুদ্ধ কুমার চাকমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় সম্প্রতি লংগদুর ভাইবোন ছড়ার বিবেক সাধনা বনবিহারের পাশে সেটলার মো, রাশেদ পাহাড়িদের জায়গা বেদখল করে রাতারাতি সেখানে ঘর নির্মাণ করে স্বপরিবারে বসতিস্থাপন শুরু করে। এতে জমির প্রকৃত মালিক সমীর চাকমা (সুনীল কান্তি) বাধা দিলে গত ১১ অক্টোবর রাতে মো. রাশেদের নেতৃত্বে সেটলাররা সংঘবদ্ধ হয়ে পাহাড়িদের এলাকায় প্রবেশ করে বিবেক সাধনা বনবিহার নামের বৌদ্ধ বিহারে হামলা করে সেখানে অবস্থানরত ভিক্ষু-শ্রামণদের বিতাড়িত করে এবং বিহার নির্মাণের জন্য রাখা চিরাইকৃত কাঠ চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে স্থানীয় পাড়ার কার্বারী ও মুরুব্বীরা লংগদু উপজেলা নির্বাহী অফিসার ও থানার ওসির কাছে অবগত করলেও কোন সুষ্ঠু সমাধান না পেয়ে এলাকাবাসী গত ১২ অক্টোবর সমাবেশ আয়োজনের মাধ্যমে ভূমি রক্ষা কমিটি গঠন করে আজকের দিনব্যাপী অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।
অবরোধ কর্মসূচী সফল করায় ভুমি রক্ষা প্রতিরোধ কমিটির আহ্বায়ক ধনমান চাকমা (প্রসিত) লঞ্চ ও বোট মালিকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি এলাকাবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা আমাদের জায়গা-জমি কোনভাবেই বেদখল হতে দিতে পারি না। আমাদেরকে জীবন বাজি রেখে হলেও নিজেদের জায়গা, সহায়-সম্পত্তি ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করতে হবে। তাই যে কোন পরিস্থিতির জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, অবিলম্বে বেদখলকৃত জায়গাটি প্রকৃত মালিককে বুঝিয়ে না দিলে আগামীতে আরো কঠোর কর্মূসূচি ঘোষণা করা হবে।
তিনি অবিলম্বে জমি বেদখলকারী সেটলার মো. রাশেদকে আইনের আওতায় এনে জায়গাটি বেদখলমুক্ত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।