বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়নের কাপ্তাই জোন সদর দপ্তরে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মাসিক নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জোন অধিনায়ক (৩৮ বীর) লেঃকর্ণেল মুহাম্মদ মশিউর রহমান, পিএসসি।
সভায় জোন অধিনায়ক বলেন, জোনের দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি শৃঙ্খলা, সম্প্রীতি এবং নিরাপত্তা ব্যবস্থা সুসংহত করতে হবে সকলকে। সেই সাথে সকলকে শান্তি শৃঙ্খলা রক্ষায় টিম হিসাবে কাজ করতে হবে। এইজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সভায় পাহাড়ি -বাঙালি সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ নিশ্চিতকল্পে করণীয়,স্থানীয় প্রতিষ্ঠান সমূহ ও তৎসংলগ্ন এলাকায় নিরাপত্তা বিঘ্ন ঘটে এরুপ ঘটনা রোধে করণীয়,আসন্ন দুর্গাপূজা চলাকালীন নিরাপত্তা সম্পর্কিত সমন্বয়, আসন্ন জাতীয় নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় সমন্বয়, মব ভায়োলেন্স রোধে সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে করণীয় এবং সামরিক বিভিন্ন অভিযানে বেসামরিক প্রশাসনের সক্রিয় অবস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এসময় সভায় উপস্থিতগন নিজ নিজ ক্ষেত্রে থেকে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় কাপ্তাই জোনের দায়িত্বপ্রাপ্ত সামরিক কর্মকর্তাগণের পাশাপাশি উপস্থিত ছিলেন সার্কেল এসপি (কাপ্তাই), উপজেলা নির্বাহী কর্মকর্তা (রাজস্থলী ও কাপ্তাই), অধিনায়ক ২৩ ও ৩৫ আনসার ব্যাটালিয়ন, কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, পুলিশ এবং স্থানীয় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ।
সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে যেকোন পরিস্থিতিতে এলাকার সাধারণ জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যাক্ত করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সম্মেলন নিয়মিতভাবে আয়োজন করা হবে বলে জানানো হয়।