রাঙামাটি চম্পক নগর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুনবী (সঃ) উদযাপন উপলক্ষে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়। চম্পক নগরস্থ আসমা বিনতে আবু বক্কর ছিদ্দিক (রা) ফোরকানিয়া মাদ্রাসার আয়োজনে এবং এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম কামাল উদ্দিন। ঈদে মিলাদুনবী উদযাপনে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাদ্রাসা প্রতিষ্ঠাতা মুফতি মাওলানা সামসুল আলম ও হাফেজ বেলাল হোসেনসহ আরো অনেকে।
শনিবার রাতে স্থানীয় বুজুর্গ দিন বিশিষ্ট আলেমগণ সন্ধ্যার পর থেকে মিলাদুনবী ও সিরাতুনবী উদযাপন উপলক্ষে আল্লাহ ও আল্লাহর রাসুল নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ) এর জীবনীর উপর বিশেষ আলোচনা করা হয়।
এসময় হেদায়তি বক্তব্য রাখেন, রাঙামাটি শহরের টিএন্ডটি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ গাজী সহিদুল্লাহ, বন ও কৃষি জামে মসজিদের খতিব মাওলানা এরশাদুল ইসলাম, মুফতি মাওলানা খলিলুল্লাহ ও মুফতি মাওলানা জাহিদ।
বক্তারা বলেন, প্রকৃত ঈদে মিলাদুনবী (সঃ) এবং ঈদে মিলাদুনবী নিয়ে এত দ্বিধা দ্বন্দ কেন? একদল আছেন ঈদে মিলাদুনবী নিয়ে তামাশা করে। আল্লাহর রাসুল ঈদে মিলাদুনবী নিয়ে কোন দিকনির্দেশনা দিয়ে যাননি। আল্লাহর রাসুল পৃথিবীতে না আসলে কোন কিছুই সৃষ্টি হতো না। ঈদে মিলাদুনবী হলো রাসুল (সঃ) এর জন্মদিন। তাই আলোচনা হবে রাসুলুল্লাহ (সঃ) দীর্ঘ ৪৩ বছরের জীবনী, রাসুলের আদর্শ, রাসুলের জীবন সংগ্রাম ও রাসুলুল্লাহ (সঃ) আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছেন তার উপর বেশি বেশি আমল করতে হবে। পরে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি চেয়ে বিশ্ববাসী মুসলমানদের জন্য দোয়া ও বাংলাদেশের মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।