রাঙামাটি পার্বত্য জেলার প্রত্যন্ত দুর্গম বাঘাইছড়ি পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মুনতাহা,সে উপজেলা মুসলিম ব্লক এলাকার মোঃ নুর হোসেনের মেয়ে।
শিশুর পরিবার সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মত রবিবার দুপুরে মুনতাহা বাড়ির পাশে খেলাধুলা করছিল। ওই খেলতে খেলতে সে অসাবধানতা বশতঃ বাড়ির পাশের পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। দীর্ঘক্ষণ পরে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করলে মৃত অবস্থায় দেখতে পায় শিশুর পরিবারের সদস্যরা।
শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয়রা বলেন, এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে শিশুদের নিরাপত্তার বিষয়ে পরিবারের লোকজন আরও বেশি বেশি সর্তকতা অবলম্বন করা প্রয়োজন বলে মনে করেন। বাঘাইছড়িতে প্রায় সময় পানিতে পড়ে মারা যায়। এব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।
বাঘাইছড়ি থানার অফিসার ইসচার্জ ওসি ইশতিয়াক আহমেদ বলেন,গত ৬ সেপ্টেম্বর উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী এলাকায় প্রিয়ন্তী কর্মকার (১৪) পানিতে পড়ে নিখোঁজ হলে তাকে এই রিপোর্ট লিখা পর্যন্ত পাওয়া যায়নি। তবে ৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে উপজেলার মুসলিম ব্লক এলাকায় পানিতে পড়ে যে শিশুটি মারা গেছে তাকে পাওয়া গেছে।


















