কাপ্তাই থানা পুলিশের অবৈধ মাদক উদ্ধার ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার অভিযানে শিশু মামলার এক পলাতক আসামীকে আটক করা হয় রোববার(১৪ এপ্রিল) ভোরে। আটক আসামীকে ওইদিনই রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
থানা সূত্র জানায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল মু.সাইফুল ইসলামের দিক-নির্দেশনায় এবং থানার ওসি মোঃ আবুল কালামের নির্দেশে থানার এসআই আল-আমিন, এএসআই মোঃ লিটন মিয়া ও সঙ্গীয় ফোর্স ঘটনারদিন ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদক ও পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতারে অভিযান চালায়। এসময় উপজেলা সদরস্থ বড়ইছড়ি সরকারি কর্ণফুলী কলেজ এলাকা থেকে শিশু মামলা নং-২৩/২৪ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামী গোলাম রাব্বিকে আটক করা হয়। আটক আসামীকে একইদিন জেলা বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে বলে ওসি মোঃ আবুল কালাম জানিয়েছেন।