রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম শ্রীমদ্ভাগবত সংঘের ৯ম দ্বিবার্ষিক সম্মেলন ও ৯১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সংগঠনের পরপর ৪ বারের নির্বাচিত সভাপতি উৎপল ভট্টাচার্য্য ৫ম বারের মতো বিপুল সমর্থনে এগিয়ে থাকার পরও নতুন নেতৃত্ব সৃষ্টি করার জন্য তার বিপরীতে সমর্থিত প্রতিষ্ঠাতা সভাপতি বিপ্লব কুমার মল্লিকের হাতে সভাপতিত্ব তুলে দেন।
এছাড়া ৬ষ্ঠ বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সুমন কুমার মল্লিক।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে ২য় বারের মতো নির্বাচিত হন শিশির কুমার মল্লিক (রুবেল), সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছোটন মল্লিক এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে নির্বাচিত হন সুভাষ মল্লিক।
এর আগে শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেল ৪ টায় কেপিএম কয়লার ডিপু হরি মন্দিরে শ্রীমদ্ভাগবত সংঘের সাধারণ সভা বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি উৎপল ভট্টাচার্য। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শ্রী সুমন কুমার মল্লিক।
প্রসঙ্গত: একটি অরাজনৈতিক ও ধর্মীয় সংগঠন হিসাবে কেপিএম শ্রীমদ্ভাগবত সংঘ সামাজিক, ধর্মীয় এবং সমাজ সংস্কারমূলক কাজে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন।