রাঙামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বিজিবি।
শনিবার( ২৭ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) হতে ৩ কিলোমিটার দক্ষিণ দিকে জারুলছড়া নামক স্থানে একদল চোরাকারবারী পাচারের উদ্দেশ্যে বন থেকে কাঠ কেটে জমা করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে জোন অধিনায়কের নির্দেশক্রমে ভারঃ কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক কে এইচ এম গোলাম কিবরিয়া এর নেতৃত্বে ০১টি সি টাইপ টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে।
পরিচালিত অভিযানে টহলদল উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ৮১ সিএফটি সেগুন কাঠ জব্দ করে। যার আনুমানিক সিজার মূল্য এক লক্ষ বাষট্টি হাজার টাকা। জব্দকৃত কাঠগুলো রাঙ্গীপাড়া ফরেষ্ট অফিসে হস্তান্তর ও মামলার দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজনগর জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জোন অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাছান।